"অভিনব আন্দোলন"
লিখেছেন লিখেছেন এম এইচ রাসেল ০৪ জানুয়ারি, ২০১৪, ০২:১৩:০৫ দুপুর
টয়লেটের ময়লা দিয়ে ভোট কেন্দ্র ভর্তি করছে জনতা!!
আমি ব্যাক্তিগত ভাবে মনে করি জালাও পোড়াও,ভাংচুর এসব না করে সারা দেশে সকল ভোট কেন্দ্র গুলাতে মেথর দিয়ে টয়লেট থেকে ময়লা এনে ভরে পেলা দরকার!!
যেটা আওমী'লীগ থাক দুরের কথা প্রসাশনের লোক জন ও সরাতে আসবেনা!!
ইতো মধ্যে অনেক জায়গাতে এ আন্দোলন শুরু হয়ে গেছে।
একটু আগে আমার এক সাবেক জেলা দায়িত্বশীল ফোন দিয়ে বললেন ভাই অনেক জেলায় এ আন্দোলন শুরু হয়ে গেছে।
(বিশেষ করে সিতা কুন্ডে)
বিষয়: বিবিধ
৯৫৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরাও করিব সে পথের অনুসরণ
গত পরশু দিনাজপুরে মলত্যাগরত অবস্থায় এক বিরোধীদলীয় নেতাকে পুলিশ আটক করে। সত্যতা যাচাইয়ের জন্য লুংগি উঠিয়ে নিরীক্ষা করেছে ও এর পর বাধা অবস্থায় শৌচ করার পর পুলিশ ও র্যাব ধরে নিয়ে গেছে। টয়লেটের মধ্যে পর্যন্ত এই সরকার মানবাধিকার লংগন করছে। কানা মিজান এখন দেখতে পায় না।
মন্তব্য করতে লগইন করুন